সংখ্যার আগে শূন্য যোগ করা | adding zeros before a number or digits

Home / Answer

সংখ্যার আগে শূন্য যোগ করা | adding zeros before a number or digits

Author Sakil | Asked on 2021-12-07 | • MS Excel

হ্যালো

একজন শিক্ষানবিশ হিসাবে আমার একটি প্রশ্ন আছে৷

আমার কাছে ক্রেতাদের তালিকা আছে। প্রায় 5 কলাম সহ

সমস্যাযুক্ত কলাম হল গ্রাহক সংখ্যা কলাম।

প্রতিটি গ্রাহক সংখ্যার শুরুতে দুই বা তিনটি শূন্য থাকা উচিত।

উদাহরণস্বরূপ এটি 345 হলে 345 এর আগে দুটি শূন্য থাকা উচিত। যেমন  00345
সংখ্যাটি 3456 হলে 3456 এর আগে তিনটি শূন্য থাকা উচিত।

সমস্ত 500 গ্রাহকের কাছে শূন্য যোগ করা কি জটিল?

adding zeros before a number or digits

authorTapGen replied on 2021-12-10

প্রতিটি গ্রাহক সংখ্যার শুরুতে দুই বা তিনটি শূন্য যদি আমরা নরমালই দিতে চাই তাহলে প্রবলেম হবে। 

সংখ্যার শুরুতে দুই বা তিনটি শূন্য দেওয়ার জন্য আমাদের নিচের ধাপ গুলো অনুসরন করতে হবে। 

ধাপ ০১ঃ 

শুরুতে, যেই কলাম এ আমরা কাজ করবো সেই কলাম টি সিলেক্ট করবো নিচের ইমেজ অনুযায়ী। 

ধাপ ০২ঃ 

এরপর উপর থেকে Number Format এ ক্লিক করতে হবে, এরপর নিচ থেকে TEXT অপশনটি সিলেক্ট করতে হবে। 

ধাপ ০৩ঃ  

এরপর আমার পছন্দের সংখ্যাটি দিব। অর্থাৎ কত থেকে আমি শুরু করতে চাচ্ছি। যেমন 00001 অথবা 000345 । অবশ্যই 00 সহ দিব। 

দেওয়ার পর ডান দিকের নিচের দিকে কর্নার ধরে নিচের দিকে তান দিব। তাহলেই হয়ে যাবে। 

ধাপ ০৪ঃ   

ENJOY

 

 

Please login your account for replying

Do you want to get the latest update?